ভারতে রোজ নতুন রেকর্ড ছুঁয়ে ফেলছে পেট্রল ডিজেলের দাম। ১৩ দিনে ১১ বার জ্বালানির দাম বাড়ল। রবিবার লিটারে ৮৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি যথাক্রমে ৮৪ পয়সা, এবং ৮০ পয়সা।
এদিন সকালে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা।
দেশে তেলের দাম ক্রমাগত বাড়া নিয়ে রীতিমত উদবিগ্ন অর্থনীতিবিদদের একাংশ। রাশিয়া ইউক্রেনের ওপর সামরিক অভিযান ঘোষণার এক মাস পর্যন্ত জ্বালানির দাম বাড়েনি। অথচ পাঁচ রাজ্যে ভোট মিটতেই কেন লাগাম ছাড়া হারে জ্বলানির মূল্যবৃদ্ধি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
কলকাতায় পেট্রোলের দাম ১১৩.০৩ টাকা
কলকাতায় ডিজেলের দাম ৯৭.৮২ টাকা