লোকসভা নির্বাচনের আগে বড় খবর। লিটার প্রতি ২ টাকা করে পেট্রোল-ডিজেলের দাম কমাল কেন্দ্র। শুক্রবার সকাল ৬টা থেকে দেশজুড়ে এই দাম কার্যকর হয়ে গিয়েছে। এক্স প্ল্যাটফর্মে তেলের দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী।
তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, সারা দেশে পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে। তেলের দাম স্বস্তা হওয়ায় খরচ কমবে ৬ কোটি গাড়ি ও ২৭ কোটি দু-চাকার গাড়ির।
দীর্ঘদিন ধরেই এক লিটার পেট্রোলের দাম ১০০ টাকার উপরে। ডিজেল স্বস্তা হলেও কমেনি পেট্রোলের দাম। বিরোধীদের দাবি ছিল, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তেলের কেন্দ্র দেশে দাম কমায়নি। ভোটের আগে দাম কমাল কেন্দ্র।