রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই বিরোধী দলনেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে, তার জবাব দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হীরকজয়ন্তী বর্ষপূ্র্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে সিবিআই আধিকারিকদের উদ্দেশে মোদী বলেন, "আমি জানি, যাঁদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন, তাঁরা সকলেই অত্যন্ত ক্ষমতাশালী। এঁরাই বছরের পর বছর ধরে সরকারগুলির অংশ হয়ে ছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ কোনও কোনও রাজ্যের সর্বোচ্চ পদেও থাকতে পারেন"।
তিনি আরও যোগ করেন, "তাঁদের সমস্ত কুকর্ম ঢাকার জন্য নিজেদের সুবিধামতো একটি ইকোসিস্টেমও গড়ে তুলেছেন এই ক্ষমতাশালীরা। যে ইকোসিস্টেম সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার মানহানি করার জন্য তৎপর হয়ে উঠেছে"।
সিবিআই আধিকারিকদের তাঁদের নিজেদের কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ২০১৪ সালের পর থেকে এই ধরনের দুর্নীতির সমস্যার চিহ্নিতকরণ এবং তারপর সেই বিষয়ে দ্রুত ব্যবস্থাগ্রহণের ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা আসেনি।