দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪-তম প্রজাতন্ত্র দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বহু গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীরা ইতিমধ্যেই দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। একটি টুইট করে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন- 'সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই বছরের প্রজাতন্ত্র দিবসটি আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা স্বাধীনতার ৭৫ বছরে এই দিনটি পালন করছি। দেশের গণতন্ত্রকে যাঁরা রক্ষা করেছেন, তাঁদের স্বপ্নকে সত্যি করে তোলার জন্য আমরা সকলে একজোট হয়ে এগিয়ে যাব, এটাই কামনা'।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকেও একটি টুইট করা হয়। সেই টুইটে লেখা হয়- 'ভারতের ৭৪-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 'ভারত জোড়ো যাত্রা' স্থগিত থাকবে। আগামী ২৭ জানুয়ারি নতুন একটি সংকল্প নিয়ে ফের এই যাত্রা শুরু হবে নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশে'।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন- 'সমস্ত দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ গণতন্ত্রের সেইসব সেনা, সংবিধানের নির্মাতা ও বীর জওয়ানদের নমস্কার জানাই যাঁরা দেশকে স্বাধীন করার জন্য, মজবুত করে গড়ে তোলার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন দিয়েছেন'।