সাবধান থাকুন। কোনওভাবেই রাশ আলগা করা যাবে না। দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বুধবারের জরুরি বৈঠকে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার মতো বিষয়গুলোর ওপরেও জোর দেওয়ার কথা বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রবীণ নাগরিক, কো-মর্বিডিটি-সহ ব্যক্তিদের জন্য মাস্ক বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মোদী। সেই সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা থাকলেই স্বাস্থ্য পরীক্ষায় জোর দিতে হবে।
কোভিড সংক্রমণে লাগাম দিতে পাঁচ দফা কৌশল অবলম্বনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্রমণের শুরুতেই পরীক্ষা করানো থেকে কোভিড বিধি পালন, ল্যাবের নজরদারি, শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করাতে হবে।
ওয়াকিবহালমহলের মতে, দেশে নতুন করে সংক্রমণ বাড়ার আঁচ পেতেই অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই দ্রুত তৎপর হয়েছেন মোদী। সংক্রমণের পুরনো ছবি যাতে আর ফিরে না আসে, তা নিশ্চিত করতেই বুধবার তিনি উচ্চপর্যায়ে বৈঠক করেন বলে সরকারি সূত্রের খবর।