দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪-তম প্রজাতন্ত্র দিবস। এই বছর প্রধানমন্ত্রী পরলেন রাজস্থানের ঐতিহ্যমণ্ডিত রঙিন পাগড়ি। এই পাগড়ির মাধ্যমে তিনি 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য'র বার্তা দিতে চাইলেন বলেই মনে করছে ওয়াকিবহালমহল। রঙিন পাগড়ির সঙ্গেই নরেন্দ্র মোদীর পরনে ছিল সাদা উত্তরীয়। এর আগে সকাল ৮টা ১২ মিনিটে তাঁর টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে শুভকামনা জানিয়েএকটি টুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে লেখা ছিল- 'সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই বছরের প্রজাতন্ত্র দিবসটি আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা স্বাধীনতার ৭৫ বছরে এই দিনটি পালন করছি। দেশের গণতন্ত্রকে যাঁরা রক্ষা করেছেন, তাঁদের স্বপ্নকে সত্যি করে তোলার জন্য আমরা সকলে একজোট হয়ে এগিয়ে যাব, এটাই কামনা'।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি পরেছিলেন ওড়িশার সিল্কের শাড়ি।
উল্লেখ্য, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দীর্ঘ কয়েক বছর ধরেই এই প্রথা পালন করে আসছেন তিনি নিবিড়ভাবে। এই পাগড়িগুলিতে দেশের কোনও জনজাতির প্রাচীন ঐতিহ্য কিংবা লোকাচারকে তুলে ধরা হয়।