ধ্যান ভঙ্গ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রায় ৪৫ ঘণ্টা পর শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন। সংবাদসংস্থা ANI সেই ভিডিয়ো প্রকাশ করেছে।
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ধ্যান ভঙ্গ করে যখন প্রধানমন্ত্রী বেরিয়ে আসছেন তখন তাঁর পরনে ছিল আকাশি কুর্তা, সাদা ধুতি, গলায় উত্তরীয়, চোখে রোদ চশমা এবং ঘড়ি। সঙ্গে ছিলেন কয়েকজন নিরাপত্তারক্ষী। স্বামী বিবেকানন্দের বিগ্রহের পায়ে মালা দেন তিনি।
Read More- 'কন্ডোম বিতর্ক' অতীত! শিব পুজো করেই শুরু সায়নীর ভোট-সকাল
ওই ভিডিয়োতে আরও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী কখনও প্রাণায়াম করছেন, কখনও জপ করছেন, কখনও আবার হাঁটছেন। একটি হেলিকপ্টারে করে পুরো বিবেকানন্দ রক ঘুরেও দেখেন তিনি।
শেষ দফা ভোটের আগে ৪৫ ঘণ্টার জন্য ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। যদিও তাঁর ধ্যানমগ্ন ছবি প্রকাশ নিয়ে আপত্তি তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলগুলি। ছবি প্রকাশ হলে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিরোধী রাজনৈতিক দলগুলি।