মঙ্গলবার রাতে কলকাতায় প্রয়াত হয়েছেন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে (KK dies in Kolkata)। কলকাতার নজরুল মঞ্চে একটি কনসার্ট করতে করতেই অসুস্থবোধ করেন (Singer KK passed away) তিনি। তারপর সেখানে থেকে পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়ার পর অসুস্থতা তীব্র হওয়ায় তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৫৪ বছরের এই গায়ককে 'মৃত' বলে ঘোষণা করেন। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের বহু সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। কেকে'র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi tweeted)।
আরও পড়ুন: কলকাতায় পৌঁছল কেকে-এর স্ত্রী ও পুত্র, মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে গায়কের দেহ
তিনি একটি টুইট (PM Modi tweet on the demise of KK) করে লেখেন, "জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকালমৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।"