শনিবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সকাল টাইগার রিজার্ভ এবং UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পৌঁছে যান প্রধানমন্ত্রী। হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি করেন তিনি। এরপর ঘুরে দেখেন মধ্য কোহরা রেঞ্জ। জিপ নিয়ে গভীর অরণ্যেও প্রবেশ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালী ঘোষ এবং অন্য ঊর্ধ্বতন কর্তারা।
নরেন্দ্র মোদী দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী। যিনি কাজিরাঙা অভয়ারণ্য পরিদর্শনে গিয়েছেন। এর আগে ১৯৫৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরু এই অভায়রণ্য পরিদর্শন করেছিলেন। ইন্দিরা গান্ধীও দু'বার কাজিরাঙা পরিদর্শন করেছিলেন। যদিও তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। ১৯৮৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও কাজিরাঙায় গিয়েছিলেন। তবে, অতিথিশালায় মধ্যাহ্নভোজ সেরেই ফিরে যান। অভয়ারণ্যও পরিদর্শন করেননি তিনি।
আরও পড়ুন - সরকারি ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর, নতুন বছরেই বেতন বাড়ছে প্রায় ১৭ শতাংশ
শুক্রবার সন্ধেয় অসমে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাতে কাজিরাঙা কোহরা রেঞ্জের পুলিশ গেস্ট হাউসে ছিলেন তিনি। শনিবার সকাল হতে না হতেই অভয়ারণ্য পরিদর্শন করেন। এরপর শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী।