খুদে বন্ধুর সঙ্গে আলাপ করে চমকে উঠলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষ উদযাপনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে দেখেই খুদের মিষ্টি জবাব। যা শুনে হাসির রোল সভাকক্ষে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে পৌঁছতেই তাঁর কাছে এগিয়ে যায় কয়েকজন শিশু। তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে। সেসময় শিশুরা তাঁকে চেনে কিনা জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে শিশুরা বলে, টিভিতে দেখেছে। এবং ছবিতেও দেখেছে। যা শুনে হাসির রোল ওঠে সভামঞ্চে।
ওই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। আলাপচারিতার পর তাদের পছন্দের কাজও দেখতে চান প্রধানমন্ত্রী। এরপর নিজেদের আঁকা এবং হাতের একাধিক কাজ তুলে ধরে শিশুরা।
ওই ভিডিও টুইটারে শেয়ার করার সময় প্রধামন্ত্রী লেখেন, ছোটো শিশুদের সারল্য ও উদ্দীপনা সবসময় তাঁকে আনন্দে ভরিয়ে তোলে।