সোমবার থেকে শুরু হল দেশের ১৪-তম Aero India show। কর্ণাটকের বেঙ্গালুরুতে যার উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচদিনব্যাপী এই শো-এ বায়ুসেনার বিভিন্ন মডেলের কপ্টার ও জেট প্লেনের জাঁকজমকের ছড়াছড়ি! এশিয়ার বৃহত্তম এই অ্যারো শো-এর উদ্বোধন করার পর নরেন্দ্র মোদী জানান, অ্যারো ইন্ডিয়া দেশের রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্মের প্রতিধ্বনি। একটি দেশ যখন নতুন চিন্তা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যায়, তখন তার কাজের ধারাও সেই অনুযায়ীই পরিবর্তিত হতে থাকে।
ভারত যে এই মুহূর্তে প্রতিরক্ষা ক্ষেত্রে সরঞ্জাম বিশ্বের ৭৫টি দেশে রফতানি করা, সে কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে।
৯৮টি দেশের মোট ৮০০টি'র বেশি সংস্থা এই বিশাল অ্যারো শো-তে যোগদান করেছে। এই প্রদর্শনীর পরে অন্তত ২৫০টি চুক্তি সাক্ষর হবে এবং বিনিয়োগ হবে ৭৫,০০০ কোটির বেশি টাকা, এমনটা মনে করছে ওয়াকিবহালমহল।
উল্লেখ্য, এবারের Aero India-য় অংশ নিয়েছে মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি ফাইটার জেট এফ-৩৫এ। অংশ নিয়েছে ফরাসি সংস্থা Dassault তৈরি Rafale-M ও মার্কিন সংস্থা Boeing-র তৈরি F-18Super Hornet ফাইটার জেটও।