অগ্নিপথ (Agnipath) প্রকল্প নিয়ে বিক্ষোভে প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ। এই পরিস্থিতিতে প্রকল্পের কথা ঘোষণার প্রায় সাত দিন পর মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দেশের তিন বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ু সেনার প্রধানদের সঙ্গে দেখা করবেন তিনি। 'অগ্নিপথ' প্রকল্প নিয়েই কথা হতে পারে।
দেশের তিন প্রতিরক্ষা পরিষেবা ইতিমধ্যেই নতুন সামরিক প্রকল্পের অধীনে অগ্নিবীরদের (Agniveers) নিয়োগ শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেনাবাহিনীর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মাসে আবেদনকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরুও হয়ে যাবে।
Maharashtra Suicide: একই পরিবারের ৯ টি দেহ উদ্ধার মহারাষ্ট্রে, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি ইতিমধ্যে বলেছেন, যে যুবকরা হিংসা ছড়িয়ে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে, তাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে না। মুচলেকা দিয়ে পুলিশি যাচাইয়ের পরই নিয়োগ হবে।