নতুন বছরের উদযাপন (New Year 2023) চলছে দেশজুড়ে । প্রিয়জনের শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে বছরের প্রথম দিন । দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) । নতুন বছর আনন্দে ভরে উঠুক । প্রার্থনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রাষ্ট্রপতি । ঐক্য ও অখণ্ডতার বজায় রাখার কথা লিখলেন দ্রৌপদী মুর্মু । ২০২৩ সাল সকলের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য এবং কৃতিত্ব নিয়ে আসুক, এই কামনাই করেছেন তিনি । অন্যদিকে প্রধানমন্ত্রী লেখেন,"২০২৩ খুব ভালে কাটুক । খুশি, আশা এবং সাফল্যে পূর্ণ হোক নতুন বছর । সকলে সুস্থ থাকুন।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, হ্যাপি নিউ ইয়ার । সকলের জীবন খুশি, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুন । সেইসঙ্গে সুস্থতাও কামনা করেছেন তিনি ।
আরও পড়ুন, New Year 2023 : নতুন বছরের আনন্দে মাতোয়ারা বাংলা, নিকোপার্ক, ইকোপার্কে মানুষের ঢল
এছাড়া নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, অমিত শাহ, রাহুল গান্ধি, জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা ।