আদানি বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা । মঙ্গলবারই সংসদের অধিবেশনে মোদী-আদানির সম্পর্ক নিয়ে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । বুধবারও মোদী ভাষণের মাঝেই উঠল 'আদানি, আদানি' । কিন্তু, কৌশলে সেই প্রসঙ্গই এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । উল্টে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস জমানা অর্থাৎ ২০০৪-২০১৪ সময়কালে বেশি দুর্নীতি হয়েছে । কইসঙ্গে তিনি জানিয়েছেন, ইডিকে ধন্যবাদ। কারণ, তারাই আজ বিরোধীপক্ষকে একজোট করেছে। কিন্তু এক বারও আদানির নাম উচ্চারণ করলেন না ।
মঙ্গলবার মোদী-আদানির সম্পর্কের রসায়ন, অল্প কয়েকদিনের মধ্যেই কীভাবে সফল হয়ে উঠল আদানি... এসব নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেন রাহুল গান্ধী । যদিও, কেন্দ্রের তরফে আগেই 'আদানি'-কে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে । তারা জানিয়েছে, শিল্পগোষ্ঠী সম্পর্কে পদক্ষেপ করবে ‘নিয়ামক সংস্থা’। এখানে তাদের কোনও ভূমিকা নেই ।
আরও পড়ুন, PM Narendra Modi: 'বিরোধীদের একমঞ্চে এনেছে ED', দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে ঠুকে জবাব মোদীর
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে আগাগোড়া ছিল কংগ্রেসকে ঘিরে আক্রমণ। কটাক্ষের সুরেই তিনি দাবি করেন, শুধু হাভার্ড কেন, বিশ্বের যে কোনও বিশ্ববিদ্যালয়ই কংগ্রসকে নিয়ে লেখাপড়া করবে। ইংরেজরা দেশের রেল ব্যবস্থাকে যেখানে ছেড়ে গিয়েছিল, এতদিন তা সেখানেই পড়ে ছিল। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্যানিটারি নেপকিন থেকে শৌচালয়, সব ব্যাপারে দেশবাসীর সঙ্গে কথা বলেন।