লোকসভা নির্বাচনের (General Election 2022) আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল কার্যত সেমিফাইনাল। সেই সেমিফাইনালে ফের ক্ষমতা দখল করে বুথফেরত সমীক্ষাকে (Exit Poll) তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরপ্রদেশ থেকে মণিপুর, বিরাট ব্যবধানে জয়ের পর বিরোধীদেরও আক্রমণ করেন তিনি। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে পুনর্নির্বাচিত হলেন।
উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতিতে নির্বাচন হয়। জয়ের পর এদিন বিরোধীদের এই দাবি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "কিছু কিছু বিজ্ঞ বলেছিলেন, উত্তরপ্রদেশ মানেই জাতপাতের রাজনীতি। ২০১৪, ২০১৭, ২০১৯ বা ২০২২। প্রত্যেকবার উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে উত্তরপ্রদেশ।"
আরও পড়ুন: বিরোধীদের উড়িয়ে নবাবের লখনউতে রাজা সেই যোগীই
দেশে এখনও পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী এসেছেন, তার অধিকাংশই উত্তরপ্রদেশে। তবে কোনও মুখ্যমন্ত্রী এখনও দুবার পরপর মসনদে আসতে পারেননি। প্রথমবার যোগী আদিত্যনাথ পরপর দুবার মুখ্যমন্ত্রীর পদে বসবেন। তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।