দীর্ঘ প্রতিক্ষার অবসান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে চালু হল ৫জি পরিষেবা। সকাল ১০টায় দিল্লির প্রগতি ময়দানে এই উন্নততর মোবাইল প্রযুক্তির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৯৮০ থেকে ২০২২, ৪২ বছরের মধ্যেই মোবাইল প্রযুক্তির পঞ্চম প্রজন্মে হাত পাকানোর নব দিশা পেল ভারতবর্ষ।
ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন টুইট করে জানিয়েছে, প্রথম ধাপে দেশের ২২টি শহরে এই পরিষেবা চালু হবে। যার মধ্যে আছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই। তালিকায় আছে পুণে, চণ্ডীগড়, বেঙ্গালুরু, আহমেদাবাদও। খুব তাড়াতাড়ি গ্রাম ও শহরতলিতেও শুরু হবে ৫জি সার্ভিস।
আগেই ৫জি স্পেকট্রামের নিলাম শেষ হয়ে গিয়েছে। ৭১ শতাংশ শেয়ার কিনতে খরচ হয়েছে দেড় লক্ষ কোটি টাকা। রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেল গোটা দেশে ৫জি নেটওয়ার্ক শুরু করবে।