জল্পেশকাণ্ডে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটে জানান, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। একসঙ্গে ১০ জন পুণ্য়ার্থীর মৃত্যুতে শোকজ্ঞাপনও করেছে প্রধানমন্ত্রীর দফতর।
রবিবার সন্ধ্যায় কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশ মন্দিরে (Jalpesh Mandir) যাচ্ছিলেন একদল পুণ্যার্থী। জেনারেটরের সাহায্যে পিক-আপ ভ্যানে বাজানো হচ্ছিল ডিজে। আর তাতেই বিপত্তি ঘটে যায়। চ্যাংরাবান্ধার কাছে আচমকা চিৎকার করা শুরু করেন যাত্রীরা। তড়িঘড়ি পিক-আপ ভ্যানটি থামান চালক। ততক্ষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: ভাঙা হল তালা, অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির
সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পুণ্যার্থীদের। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ১৬ জনের চিকিৎসা চলছে।