অসুস্থ মাকে দেখতে গুজরাত পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
আমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি ও রিসার্চ সেন্টারে ভর্তি আছেন তিনি। বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বর্তমানে হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল।
আরও পড়ুন: যেকোনও সময় দেশে আছড়ে পড়তে পারে কোভিড-সুনামি, আগে থেকেই তৎপর হতে চায় রাজ্য
হাসপাতাল চত্বরে আছেন গুজরাত বিজেপির নেতাকর্মীরা। আছেন গুজরাতের বিজেপি বিধায়ক দর্শনাবেন ভাঘেলা ও কৌশিক জৈন। প্রধানমন্ত্রীর মায়ের আরোগ্য প্রার্থনা করেছেন রাহুল গান্ধী।