পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসে (New York Times) প্রকাশিত রিপোর্টটিকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে পড়েছে জাতীয় রাজনীতির আঙিনা। তার মাঝেই শনিবার ভারত ও ইজরায়েলের (India-Israel diplomatic relation) মধ্যে কূটনৈতিক সম্পর্কে ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ৩ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিয়ো বার্তার (Video message) ছত্রে ছত্রে ছিল ইজরায়েলের প্রতি প্রধানমন্ত্রীর সুখ্যাতি।
আরও পড়ুন: ফোনালাপ বিতর্কে ক্ষমা চেয়ে বিতর্কে ইতি টানলেন কবীর সুমন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM modi) বলেছেন, ভারত ও ইজরায়েলের নাগরিকরা সর্বদাই একটি বিশেষ সম্পর্ক ভাগ করে নিয়েছেন। সেই কারণেই, এই দিনটি দুটি দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে দুই দেশের মধ্যের কূটনৈতিক সম্পর্ক ৩০ বছর পূর্ণ করেছে।
এই দুই দেশের সম্পর্ক ‘অনেক পুরনো’ বলেও জানান তিনি।
তিনি (PM Modi) আরও বলেন, “বহু প্রাচীনকাল থেকেই ইহুদি সম্প্রদায় কোনও বৈষম্য ছাড়াই ভারতের সঙ্গে ভালো সম্পর্কে রেখে আসছে। যা দুই দেশের উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখেছে। আজকের সময়টিতে দাঁড়িয়ে, ভারত-ইজরায়েলের (India and Israel) সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার লক্ষ্য় নির্ধারণ করার জন্য এখনকার থেকে আর ভালো সময় আর হতে পারে না”।
প্রসঙ্গত, নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে ভারত (India) ও ইজরায়েলের (Israeil) মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার অত্যাধুনিক অস্ত্র ও নজরদারী সামগ্রীর ওপর একটি চুক্তি হয়েছিল। যার কেন্দ্রবিন্দু ছিল পেগাসাস (Pegasus) এবং একটি ক্ষেপণাস্ত্র (Missile)।
পেগাসাস ইস্যুতে ইতিমধ্যে মামলাও শুরু হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)।