কোভিশিল্ড বিতর্কের মাঝেই নয়া দাবি নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে করোনার ভ্যাকসিন সার্টিফিকেটে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আর ওই ছবি ভাইরাল হতেই জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়টি প্রকাশ্যে আসতেই কি ছবি সরিয়ে নেওয়া হয়েছে?
নরেন্দ্র মোদীর ছবি
করোনার ভ্যাকসিন সার্টিফিকেটে প্রথম থেকেই নরেন্দ্র মোদীর ছবি ছিল। যা নিয়েও শুরু হয় ব্যাপক বিতর্ক। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই ছবি সরিয়ে দেওয়ার দাবি তোলেন। যদিও কেন্দ্রীয় সরকার সেই অবস্থান বদল করেনি।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি কোভিডশিল্ডের সার্টিফিকেটের ছবি ভাইরাল হয়েছে। সেখানে কোনও মোদীর ছবি নেই। এমনটাই দাবি করেছেন নেটিজেনরা।
সম্প্রতি কোভিশিল্ডের প্রস্তুতকারী সংস্থা অ্য়াস্ট্রোজেনেকা লন্ডনের একটি আদালতে দাবি করেছে তাদের তৈরি ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তার জেরে, থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা TTS নামের রোগ হতে পারে।