৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। আর চলতি বছর সেই একই দিনে পড়েছে হনুমান জয়ন্তী। আর এই কাকতালীয় যোগকে হাতিয়ার করেই হনুমান জয়ন্তীতে কঠোর হাতে 'রাক্ষস' দমনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ দলের প্রথম সারির নেতারা হাজির ছিলেন। হনুমানের রামভক্তির পাশাপাশি লঙ্কাকাণ্ডের উদাহরণ তুলে ধরে বিজেপি কর্মীদের কাছে মোদীর বার্তা, ভারতমাতাকে মুক্ত করতে রাক্ষস মোকাবিলায় হনুমানের মতোই কঠোর হতে হবে।
আরও পড়ুন- IPL 2023 KKR vs RCB: আজ ইডেনে কেকেআর বনাম আরসিবি, কাদের দিকে থাকবে নজর? জানালো এডিটরজি বাংলা