বছর শেষে ফের দেশে আতঙ্ক বাড়াচ্ছে করোনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বছরের শেষ মন কি বাত-এ উঠে এল কোভিডের (Covid 19) কথা। দেশের মানুষকে মাস্ক ব্যবহার, ও নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী।
রবিবার মন কি বাত- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড বাড়ছে। দেশবাসীকে সতর্ক থাকতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। হাত পরিষ্কার রাখতে হবে। প্রধানমন্ত্রী কোভিডের মোকাবিলায় আয়ুর্বেদে বিশ্বাস রাখার পরামর্শও দিয়েছেন। তিনি জানান, উৎসবে আনন্দে মাতলেও সতর্ক থাকতে হবে মানুষকে।
আরও পড়ুন: হাতে তেরঙা, মুখে হাসি,ভারতের প্রথম মহিলা হিসেবে জিরো গ্র্যাভিটিতে উড়লেন শ্রীমথি কেসান
উল্লেখ্য, ওমিক্রনের নয়া প্রজাতি BF.7-এর সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। চিনে দৈনিক সংক্রমণ রেকর্ড হারে বাড়ছে। এরপর কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ভারতও।