প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নির্দেশে এবার আরও গতি পাচ্ছে 'অপারেশন গঙ্গা' (Oparetion ganga)। এবার রুশ (Russia)-ইউক্রেনের (Ukraine) যুদ্ধে মাঝে আটকে পড়া ভারতীয়দের (Indian) উদ্ধারে বিশেষ বিমান পাঠাবে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সরকারি সূত্রে জানা গিয়েছে, একাধিক সি-সেভেনটিন বিমান পাঠিয়ে ভারতীয়দের ওই জায়গা থেকে উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। এরমধ্যেই এবার দ্রুত ইউক্রেন ছাড়ার জন্য ভারতীয়দের নতুন নির্দেশিকা দিল দিল্লি। ২৪ ঘণ্টা আগেও বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছিল, দূতাবাসকে না জানিয়ে হাঙ্গেরি (Hungery) এবং রোমানিয়া (Romania) সীমান্তে যাওয়া যাবে না। কিন্তু যে ভাবে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের ঝাঁজ বাড়ছে, তাতে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না দিল্লি। তাই ইউক্রেনে ভারতীয় দূতাবাস (Indian Ambassy) থেকে একটি টুইট করে দ্রুত হাঙ্গেরি ও রোমানিয়া সীমান্তে যেতে নির্দেশ করা হয়েছ। ওই টুইটে বলা হয়েছে, 'যত দ্রুত সম্ভব কিয়েভ ছাড়তে হবে। কারণ পরিস্থিতি আরও উদ্বেগ জনক হচ্ছে। সমস্ত ভারতীয় এবং পড়ুয়াদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব ট্রেন ধরে সীমান্তে চলে যেতে।'
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে অপারেশন গঙ্গার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে পঞ্চম দফার প্রচারে গিয়ে তিনি জানিয়েছিলেন, এই যুদ্ধে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার হবে কেন্দ্রের সবচেয়ে বড় দায়িত্ব। সেইমতো যুদ্ধের জেরে ইউক্রেনের আকাশসীমা বন্ধ হওয়ার পরেও বেশ কিছু বেসরকারি উড়ানে এখনও পর্যন্ত হাঙ্গেরি এবং রোমানিয়া সীমান্তে আটকে থাকা ভারতীদের উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ইউরোপের চার শহরে গিয়েছেন কেন্দ্রের চার মন্ত্রীও।
আরও পড়ুন : সাড়ে তিন ঘণ্টার আলোচনায় দু'পক্ষ! রাশিয়ার কাছে যুদ্ধবিরতির দাবি ইউক্রেনের
এই অবস্থায়, অপারেশন গঙ্গায় গতি আনতে হাত লাগাল ভারতীয় বায়ু সেনাও। সূত্রের খবর, সি-সেভেনসিন বিমানে ইউক্রেনের জন্য ত্রাণ পাঠানোর পাশাপাশি ভারতীয়দের উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়বে বায়ু সেনার বিশেষ বিমান।