দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। জখম হয়েছেন তিনি। কর্নাটকের (Karnataka) মাইসুরুর (mysuru) ঠিক বাইরে, কাড়কোল্লা নামে এক এলাকায় প্রহ্লাদ মোদীর গাড়িতে দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী মোদীর ভাই আপাতত বিপন্মুক্ত।
মঙ্গলবার মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চেপে কর্নাটকের বান্দিপোরায় যাচ্ছিলেন প্রহ্লাদ। গাড়িতে ছিলেন প্রহ্লাদের স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতি। দুপুর দুটো নাগাদ ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি।
আরও পড়ুন- স্বাস্থ্যমন্ত্রককে দ্বিতীয় বুস্টার ডোজ শুরু করার পরামর্শ চিকিৎসকদের
পিছনে ছিল কনভয়। প্রহ্লাদ মোদীর পুত্র ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাইসুরুর জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাতির পা ভেঙে গিয়েছে এবং মাথায় চোট লেগেছে বলে পুলিশ জানিয়েছে।