সাম্প্রতিককালে অস্ট্রেলিয়াতে একাধিকবার হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। তা নিয়েই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালব্যানেজের সঙ্গে বৈঠকে কথা বলেন। এই বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলেও জানাচ্ছে সূত্র। পরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে মোদী জানান, গত কয়েক সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া জুড়ে হিন্দু মন্দিরগুলোতে হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। ভারতের সকলেই ঘটনাগুলি নিয়ে উদ্বিগ্ন।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানকে পাশে নিয়ে মোদী বলেন, "আমি সংশ্লিষ্ট প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার পর তিনি আমাকে কথা দিয়েছেন যে, এবার থেকে অস্ট্রেলিয়াতে বসবাসকারী ভারতীয়দের জন্য নিরাপত্তা প্রদানের বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখবেন"।
মোদী আরও বলেন, "দু'পক্ষের মধ্যেই এই নিয়ে যোগাযোগ বহাল থাকবে এবং যতটা সম্ভব একদেশ আরেক দেশকে সাহায্য করবে"।
শুধু তাই নয়, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।