এক ভারত, শ্রেষ্ঠ ভারত। স্বাধীনতা দিবসের প্রাক-সময়ে কমনওয়েলথে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বার্মিংহ্যামে সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে চতুর্থ হয়ে শেষ করেছে ভারত। এবার মোট ৬১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এরমধ্যে সোনা এসেছে ২২টি ইভেন্টে।
এদিন প্রধানমন্ত্রীর বাসভাবনে হাজির হন ক্রীড়াবিদরা। ছোট্ট এই অনুষ্ঠানকে বিজয়োৎসব বলেই বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন দাবা অলিম্পিয়াডে যোগ দেওয়া ভারতীয় খেলোয়াড়দের।
প্রত্যেক ভারতীয়র মতো আজ তিনি গর্বিত। কারণ নিজেদের ব্যস্ত সময়ের মধ্যেও দেশের সেরা ক্রীড়াবিদরা, এদিন তাঁর বাড়িতে এসেছেন। স্বাধীনতার পঁচাত্তর পূর্তির আগে বিলেতের মাটিতে কমনওয়েলথে সাফাল্য তিনিও খুশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।