৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত হল কুচকাওয়াজ । এদিন প্রথমে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দুই মিনিট নিরবতা পালন করা হয় । তারপর একে একে চলল ভারতীয় সেনাবাহিনীর প্যারেড । প্রথমবার কর্তব্যপথে অনুষ্ঠিত হল মহিলা সশস্ত্র বাহিনীর প্যারেড । অন্যদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নজর কাড়ল প্রধানমন্ত্রীর লুক ।
স্টাইল স্টেটমেন্ট নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্র থাকেন প্রধানমন্ত্রী । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাঁর মাথায় দেখা গেল বিশেষ পাগড়ি । এদিন, মোদীর পরনে ছিল সাদা কুর্তা-পাজামা, তার উপর বাদামি রঙের নেহেরু জ্যাকেট । নজর কেড়েছে, তাঁর মাথার রঙিন বাঁধানি প্রিন্টের পাগড়ি ।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডের থিম
প্রজাতন্ত্র দিবসের ২০২৪ প্যারেডের থিমটি 'বিকশিত ভারত' ('Viksit Bharat') এবং 'ভারত – লোকতন্ত্র কি মাতৃকা' ('Bharat – Loktantra ki Matruka') ।
মোদীর পাগড়িতে বাঁধনি প্রিন্টের বিশেষত্ব
বাঁধনি বা বন্ধনী শব্দটি হিন্দি/সংস্কৃত শব্দ 'বন্ধনা' এবং 'বান্ধা' থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ 'বাঁধে রাখা' বা 'বেঁধে রাখা'। ভারতের গুজরাট এবং রাজস্থান অঞ্চলে এই শিল্প ঘরে ঘরে। কাপড়ের একটি অংশ বেঁধে বেঁধে রঙে চুবিয়ে এই ডিজাইন তৈরি করা হয়।