কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার বাজেট পেশের (Budget 2022) পর তিনি বলেন, "এই বাজেটে সবাই উপকৃত হবেন। বিশেষ করে সমাজের দরিদ্র ও অনগ্রসর অংশের মানুষরা উপকৃত হবেন।" এবারের বাজেটকে জনমুখী ও প্রগতিশীল বলেও উল্লেখ করলেন তিনি।
সংসদে এদিন প্রধানমন্ত্রী জানান, নির্মলা সীতারমন ও তাঁর টিমের এই বাজেট জাতীয় অর্থনীতিকে (National Economy) শক্তিশালী করবে। বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের সহায়ক হবে। কোভিড পরিস্থিতিতে (Covid 19 Scenario) এবারের বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এই বাজেট শতাব্দীর ভয়াবহতম বিপর্যয়ের আবহে নতুন উন্নয়নের সূচনা।" প্রধানমন্ত্রী জানান, বুধবার সংসদে কেন্দ্রীয় বাজেট নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন তিনি।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই, টুইট মমতার
মঙ্গলবার বাজেট পেশ করার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৯.২৭ শতাংশ হতে পারে। কেন্দ্র মনে করছে, অতিমারি পরিস্থিতিতে যে অত্যন্ত ইতিবাচক। গতিশক্তি মাস্টার প্ল্যান থেকে রেলের প্রকল্প, সড়ক প্রকল্প উঠে এসেছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রীর মতে, এবার বাজেটে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।