লোকসভার পর আদানি (Gautam Adani) বিতর্কে এবার উত্তাল হল রাজ্যসভা । প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই উঠল 'মোদী-আদানি ভাই-ভাই' (Modi Adani Bhai Bhai) স্লোগান । বিরোধীদের হইচই-এর মধ্যে একাধিকবার বলতে গিয়ে থমকে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বারবার বিরোধীদের থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি । এদিনের স্লোগানের জবাবে কী বললেন প্রধানমন্ত্রী ?
বুধবারের পর বৃহস্পতিবারও সন্তর্পণে আদানি প্রসঙ্গ এড়িয়ে যান প্রধানমন্ত্রী । উল্টে তাঁর গলায় পাল্টা আক্রমণের সুর । প্রধানমন্ত্রীর কথায়, কিছু সাংসদের আচরণ দুর্ভাগজনক । কিন্তু, যত কাঁদা ছোড়াছুড়ি করবে, পদ্ম ততই ফুটবে । পরিষ্কার তিনি বুঝিয়ে দেন, তাঁকে যতই বাধা দেওয়া হোক, সবজায়গায় পদ্মই রাজ করবে ।
আরও পড়ুন, Gautam Adani : হিমাচলে আদানিদের সংস্থায় আয়কর ও আবগারি দফতরের হানা
উল্লেখ্য, বুধবারও সংসদে মোদী ভাষণের মাঝেই উঠেছিল 'আদানি, আদানি' স্লোগান । কিন্তু, কৌশলে সেই প্রসঙ্গই এড়িয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । উল্টে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস জমানা অর্থাৎ ২০০৪-২০১৪ সময়কালে বেশি দুর্নীতি হয়েছে । কইসঙ্গে তিনি জানিয়েছেন, ইডিকে ধন্যবাদ। কারণ, তারাই আজ বিরোধীপক্ষকে একজোট করেছে। কিন্তু এক বারও আদানির নাম উচ্চারণ করেননি ।