পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই ঘটনায় পাঞ্জার সরকারের (Punjab) বিরুদ্ধে 'অত্যন্ত কড়া' পদক্ষেপের সুপারিশ করেছেন মন্ত্রীরা। কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত সকলেই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
বিজেপির নতুন জোটসঙ্গী অমরিন্দর সিংয়ের (Amrindar Singh) দাবি, পাঞ্জাবের পরিস্থিতি বিবেচনা করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।
আরও পড়ুন: PM Security breach: প্রধানমন্ত্রীর কনভয় আটকে থাকার ঘটনায় তদন্ত কমিটি পাঞ্জাব সরকারের
এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে অন্য কোনও রাজ্যে না হয়, তা নিশ্চিত করতেই ‘কড়া’ ও ‘দৃষ্টান্তমূলক’ পদক্ষেপ করতে চাইছে মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সকলেই জানান, ওই ঘটনায় দায়ী আইএএস, আইপিএস অফিসারদের কড়া শাস্তি তো বটেই, রাজ্য সরকারের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত। সব রাজ্যের প্রশাসনের কাছেই বার্তা যাওয়া প্রয়োজন যে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, প্রতিটি রাজ্যের সরকার যাতে সংবিধান অনুযায়ী চলে, তা নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সংবিধানের ৩৫৫ ও ৩৫৬ ধারায় কেন্দ্রকে এ বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে।