ভারতের সবচেয়ে পছন্দের দল BJP। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এমনই মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দলের সমস্ত কার্যকর্তাকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে কী লিখেছেন?
শনিবার BJP-র ৪৪ তম প্রতিষ্ঠা দিবস। আর সেই উপলক্ষ্যে সকালেই নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেন মোদী। সেখানে মানুষের জন্য বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আসন্ন লোকসভা নিয়েও কথা বলেছেন তিনি।
নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "আজ আমাদের দল বিজেপির প্রতিষ্ঠা দিবসে সব কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। যাঁরা দলের জন্য লড়াই করছেন এবং আত্মত্যাগ করেছেন তাঁদেরকেও স্মরণ করছি আজকের দিনে। ভারতের সবথেকে পছন্দের দল আমরা।"