সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। এদিন আর্থিক সমীক্ষা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার পেশ হবে বাজেট। তার আগেই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, আসন্ন বাজেট সর্বকালীন গুরুত্বপূর্ণ হতে চলেছে। একইসঙ্গে বিরোধীদেরও বার্তা দিয়েছেন সংসদ পরিচালনা নিয়ে।
সোমবার সংসদে ঢোকার আগেই প্রধানমন্ত্রী বলেন, "সংসদ দেশবাসীর জন্য। কোনও রাজনৈতিক দলের জন্য নয়।" এবং আগামী পাঁচ বছর দেশ চালানোর জন্য সকলকে দলগত রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বাণ করেছেন। জানিয়েছেন, দেশের জন্য সকলকে লড়তে হবে।
২০১৪ এবং ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা নিয়েই কেন্দ্রে এসেছিল BJP। কিন্তু ২০২৪ সালের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। কারণ এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট নির্ভর সরকার চালাতে হচ্ছে। এমনকি বিরোধীদের আসন সংখ্যাও অনেকটাও বেড়েছে। যার বিরোধীদের দাবিকেও যথেষ্ঠ গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে NDA-কে।
সোমবার বাজেট অধিবেশনের শুরুর আগেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জানুয়ারি থেকে সামর্থ্য অনুযায়ী লড়াই হয়েছে। নির্বাচন মিটেছে। এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব আগামী পাঁচ বছর সবাইকে একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে লড়াইয়ের আহ্বাণ করেছেন তিনি।
ভোট গণনা শেষ হওয়ার পর অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেইসময় মোদীকে বিরোধীদের চাপের মুখে পড়তে হয়েছিল। সোমবার তিনি এই প্রসঙ্গে জানান, গত অধিবেশনে তাঁকে অগণতান্ত্রিক ভাবে তাঁকে চুপ করিয়ে রাখা হয়েছিল। এনিয়ে কড়া নিন্দাও করেন।