'উৎসারিত আলো, সেই তো তোমার ভালো'। আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। তবে রামভূমি অযোধ্যাতে এখন সাজো সাজো রব৷ ২৩ অক্টোবর অযোধ্যার মহা দীপোৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দীপাবলির ঠিক আগের দিন সরযূ নদীর তীরে মহা দীপোৎসবে জ্বলবে ১৭ লক্ষ মাটির প্রদীপ। পাশাপাশি আজ অযোধ্যায় মঞ্চ মাতাবেন, রাশিয়ার একটি দল পরিবেশন করবে 'রামলীলা'। ১৯৬০ সাল থেকেই রাশিয়ায় খুব গুরুত্ব সহকারে রামলীলা পরিবেশিত হয়। এবার বিদেশি সেই অনুষ্ঠানের স্বাদ পাবেন অযোধ্যাবাসী।
পাশাপাশি ওই প্রাঙ্গনে দেখানো হবে থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মসনদে বসার পর থেকেই ধুমধাম করে দীপোৎসব উদযাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ প্রদীপ, থ্রিডি, লেজার লাইট সমস্ত কিছুতে অযোধ্যায় মহাধুমধামে পালিত হয় দীপোৎসব।
দিন দিন বাড়ছে প্রদীপের সংখ্যা। গতবারের রেকর্ড ও এবার কার্যত ভাঙছে। অনুষ্ঠানের সূচনা হবে অযোধ্যার রাম কি পৌরি ঘাটে। সেখানেই প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। ২৩ অক্টোবর শুরু হয়ে আগামী তিন দিন ধরে চলবে এই দীপোৎসব। ২২,০০০ স্বেচ্ছাসেবক লাগাতার চালিয়ে যাবেন প্রদীপ জ্বালানোর কাজ।