Narendra Modi: চালু হচ্ছে লতা মঙ্গেশকরের নামাঙ্কিত সম্মান, প্রথম সম্মান মোদীর মুকুটে

Updated : Apr 13, 2022 13:40
|
Editorji News Desk

গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর স্মৃতিতে চালু হচ্ছে পুরস্কার। প্রথম এই পুরস্কার পাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আগামী ২৪ এপ্রিল, মাস্টার দীননাথ মঙ্গেশকরের ৮০ তম মৃত্যুবার্ষিকীতে মুম্বইয়ের সম্মুখানন্দ হলে এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে। 

গত ৬ ফেব্রুয়ারি সংগীতের দুনিয়াকে স্তব্ধ করে চলে গিয়েছেন নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি শিল্পী। করোনামুক্ত হওয়ার পরও বেশ কয়েকদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তির  প্রয়াণে শোকের আবহ ছেয়ে যায় ভারত-সহ গোটা উপমহাদেশে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের অন্ত্যেষ্টি অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী মোদী।

 কিংবদন্তি সংগীতশিল্পীর স্মরণে পুরস্কার চালুর ব্যাপারে মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট বিবৃতিতে জানিয়েছে, প্রতি বছর এই পুরস্কার এমন একজন কাউকেই দেওয়া হবে যিনি আমাদের দেশ, দেশের মানুষ ও সমাজে ছকভাঙা, চমৎকার, নজির স্থাপনকারী অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রী মোদি দেশ ও সমাজের নিঃস্বার্থ সেবার জন্য এবছর এই পুরস্কার পাচ্ছেন বলে জানিয়ে ট্রাস্ট বলেছে, “উনি এমন এক আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি ভারতকে বিশ্ব নেতা হওয়ার পথে নিয়ে গিয়েছেন। আমাদের প্রিয় দেশে তাঁর নেতৃত্বে, অনুপ্রেরণায় প্রতিটি ক্ষেত্রে চমকপ্রদ অগ্রগতি হচ্ছে। তিনি অবশ্যই আমাদের মহান দেশের কয়েক হাজার বছরের ইতিহাসে বড় নেতাদের অন্যতম।”

 

এদিকে, ভারতরত্ন লতা মঙ্গেশকরের নামে অযোধ্যায় একটি চকের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যুগের পর যুগ ধরে নিজের কন্ঠের জাদুতে শ্রোতাদের মনের মণিকোঠায় নিজের জায়গা করে নিয়েছেন প্রয়াত কিংবদন্তি। তাঁর এই সুরের সাম্রাজ্যই আজ সংগীতপ্রেমীদের সম্পদ। এমন শিল্পীকে শ্রদ্ধা জানাতেই অযোধ্যায় একটি এই নামকরণ বলে জানা গিয়েছে। 

Lata MangeshkarNarendra Modi

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন