সামনেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। এই ব্যস্ত সিডিউলের ফাঁকে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফর থেকে ফিরে এসেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই সফরের কিছু ঝলক তুলে ধরলেন নমো।
সম্প্রতি এই দ্বীপপুঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের সূচনা করতে লক্ষদ্বীপ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই নিজের টুইটার হ্যান্ডেল প্রবাল দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি শেয়ার করেন। সেখানকার আগাত্তি, বানজারাম ও কাভারাত্তি সম্প্রদায়ের লোকজনের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। তাঁদের আতিথিয়তার জন্য ধন্যবাদও জানান তিনি।
আরও পড়ুন - রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র বিলি শুরু, কেমন দেখতে সেই কার্ড? জানুন
প্রবালের সাম্রাজ্যে তোলা ছবিও শেয়ার করেন প্রধানমন্ত্রী। টুইট করে লেখেন, লাক্ষাদ্বীপে 'স্নোকেলিং' করেছেন। এছাড়াও লাক্ষাদ্বীপের সমুদ্রতটে সময় কাটানোর ছবি শেয়ার করে তিনি জানান, 'প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, লাক্ষাদ্বীপের মনমুগ্ধকর প্রশান্তি তাঁকে ভারতবাসীর কল্যাণের কথা ভাবার সময় দিয়েছে।