প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পোশাক-প্রেম বহুল চর্চিত । তাঁর ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট বরাবরই সকলের নজর কেড়েছে । জাপানের জি-৭ সামিটে যখন আশেপাশে অন্যান্য রাষ্ট্রনেতাদের পরনে দামি স্যুটের ছড়াছড়ি, তখন মোদীর পরনে সাধারণ সাদা রঙের কুর্তা-পাজামা আর ঘিয়ে রঙের জ্যাকেট । আর এখন এই সাধারণ পোশাক নিয়েই দেশ-বিদেশে চর্চা শুরু হয়েছে । আসলে পোশাকটা সাদা-মাটা হলেও, জ্যাকেটটা একেবারেই সাধারণ ছিল না । সেটা ছিল রিসাইকেলড জ্য়াকেট ।
জানা গিয়েছে, মোদী যে জ্যাকেটটি পরেছেন, সেটা আসলে ফেলে দেওয়া প্ল্যাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য উপাদান হিসেবে ব্যবহার করে তৈরি করা হয়েছে । প্রথমে বোতলগুলি সংগ্রহ করে সেগুলি ভেঙে, গলিয়ে, তাতে রং যোগ করে সুতোয় পরিণত করা হয়েছিল । সেই সুতোয় বোনা হয়েছে মোদীর জ্যাকেট । ইতিমধ্যেই জ্যাকেটটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। আসলে বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে চেয়েছেন প্রধানমন্ত্রী । আর তাঁর এই প্রয়াস নিয়ে সাধুবাদ জানাচ্ছেন সকলেই ।
আগেও নরেন্দ্র মোদীকে প্ল্যাস্টিক দিয়ে তৈরি জ্যাকেট পরতে দেখা গিয়েছে । তখনও রিসাইকেলড প্লাস্টিকের সামগ্রী তৈরি হয়েছিল তাঁর জ্যাকেটটি ।