পাঞ্জাব সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। বুধবার ভাতিন্দায় প্রধানমন্ত্রীর সভা ছিল। নিরাপত্তার গাফিলতির কারণ দেখিয়ে সেই সভা বাতিল করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর কনভয় ভাতিন্দা থেকে হুসেনইওয়ালা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাওয়ার পথে কৃষক সংগঠনের সদস্যদের বিক্ষোভের মুখে পড়ে। আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে ভাতিন্দা যাওয়ার সিদ্ধান্ত নেন মোদী।
হুসেনইওয়ালা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আটকে পড়ে কনভয়। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা (protesters) রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট সেখানে আটকে পড়ে। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠাল অমিত শাহের মন্ত্রক।