পাহাড়ের গা থেকে আলগা হয়ে যাচ্ছে জোশীমঠ (Joshimath)। তীর্থক্ষেত্র বদ্রীনাথের (Badrinath) প্রবেশপথকে বাঁচাতে সাত বিশেষজ্ঞের দল (Expert Team) তৈরি করল কেন্দ্র। যারা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবে।
রবিবার জোশীমঠের পরিস্থিতি খতিয়ে দেখে উচ্চপর্যায়ের বৈঠকে বসে কেন্দ্র। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পি কে মিশ্র। সেখানেই সিদ্ধান্ত হয় ৭ সদস্যের বিশেষজ্ঞ দল তৈরি হবে। এছাড়াও বর্ডার ম্যানেজমেন্ট সচিব, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা সরেজমিনে জোশীমঠে গিয়ে রিপোর্ট দেবে কেন্দ্রকে।
আরও পড়ুন: জোশীমঠ বসবাসযোগ্য নয়, জানাল উত্তরাখণ্ড, আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
জানা গিয়েছে, কেন্দ্রের এই বিশেষজ্ঞের দলে আছেন, এনডিএম-এর প্রতিনিধি। আছেন ভারতীয় ভূতত্ত্ব নিরীক্ষণ সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, রুরকি আইআইটি বিশেষজ্ঞ, হিমালয় হিমালয়ের ভূতত্ত্ব সক্রান্ত ওয়াদিয়া ইনস্টিটিউটের বিশেষজ্ঞ, ভারতের জলবিদ্যা সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি।