প্রায় চারমাস ধরে ছিলেন দিল্লির এক পাঁচতারা হোটেলে। নিজেকে সংযুক্ত আরব আমিরশাহির রাজপরিবারের সদস্য বলে পরিচয় দিয়েছিলেন হোটেলের কর্মচারীদের কাছে। তারপর একদিন চুপিসারে পালিয়ে গেলেন! কাকপক্ষীও টের পেল না! বাকি রয়ে গেল হোটেলের বিলের ২৩ লক্ষ ৪৬ হাজার টাকা! ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই পাঁচতারা হোটেল কর্তৃপক্ষ। তারপর থেকে ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ শরিফ। গত বছরের ১ অগস্ট দিল্লির লীলা প্যালেস হোটেলে চেক-ইন করেন তিনি। ছিলেন ৪২৭ নম্বর রুমে। গত বছরের ২০ নভেম্বর সবাইকে বোকা বানিয়ে উধাও হয়ে যান!
অভিযোগ, হোটেল কর্মীদের তিনি জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কাজ করেছেন। সেই সূত্রেই রাজপরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজপরিবারের কাজের সূত্রেই ভারতে আসতে হয়েছে বলেও জানিয়েছিলেন শরিফ। হোটেল কর্তৃপক্ষকে আমিরশাহীর পরিচয়পত্রও দেখিয়েছিলেন তিনি।
তদন্তে নেমে পুলিশের অনুমান, হোটেলে জমা করা অভিযুক্ত ব্যক্তির সমস্ত নথিপত্রই ভুয়ো। অভিযুক্ত শরিফের খোঁজে আপাতত গোটা দিল্লি শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।