‘প্রেমিকা’-কে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার বিজেপি যুবনেতা অশ্বজিৎ গায়কোয়াড় । ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ । তাঁদের নাম রোমিল পাটিল এবং সাগর শেড়গেকে । ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে অশ্বজিতের এই দুই সঙ্গীর বিরুদ্ধে । তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) মহেশ পাতিল জানিয়েছেন, তিনজনকে রাত ৮টা ৫০ মিনিটে গ্রেফতার করা হয় । গাড়ি চাপা দেওয়ার ঘটনায় ব্যবহৃত একটি মহিন্দ্রা স্করপিও এবং একটি ল্যান্ডরোভার বাজেয়াপ্ত করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৮, ৩২৩, ৫০৪ এবং ৩৪ ধারায় মামলা করা হয়েছে। তদন্ত চলছে। এখনও পর্যন্ত তিন জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে