দিল্লিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। বিগত ২ দিন ধরে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১,১০০ কেজি মিয়াও মিয়াও মাদক উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ কোটি টাকা।
কোথায় কোথায় উদ্ধার মাদক
এর আগে মুম্বই থেকেও ওই নিষিদ্ধ মাদক উদ্ধার করেছিল পুলিশ। তারপর দিল্লি ও পুণে-তেও উদ্ধার করা ওই মাদক দ্রব্য। ইতিমধ্য তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত তিন মাদক কারবারীকে গ্রেফতার করার পর তাঁদের জেরা করে পুলিশ। তারপর দিল্লির হজখাস এলাকা থেকে ৪০০ কেজি মিয়াও মিয়াও এবং পুণে থেকে ৭০০ কেজি মাদকের সন্ধান পায়। এছাড়াও মেফেড্রোন নামে ওই মাদক উদ্ধার করে।
ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক কারবারিদের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদও চলছে।