শ্রীনগরে ক্রিকেট ম্যাচ খেলার সময় এক পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের। ঘটনায় গুরুতর জখম ওই অফিসার। পুলিশ সূত্রে খবর, জখম ওই ইন্সপেক্টরের নাম মাসরুর আহমেদ ওয়ানি। স্থানীয় ছেলেদের সঙ্গে ইদগার কাছে একটি মাঠে ক্রিকেট খেলছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, খেলা চলাকালীনই এক জঙ্গিগোষ্ঠীর গুলিতে জখম হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় ওই ইন্সপেক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর পরীক্ষা করছেন। কাশ্মীর জোন পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, ইদগার কাছে একটি মাঠে গুলি চালানো হয় ওই পুলিশ অফিসারকে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীকে গুলি করার জন্য পিস্তল ব্যবহার করা হয়েছে।