করোনা আবহের (Covid 19) মধ্যেই আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত সাত দফায় চলবে গণতন্ত্রের উৎসব নির্বাচন (Election)। শনিবার উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সূচি প্রকাশ করে একথা জানালেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra)। সাত দফায় ভোট হবে উত্তরপ্রদেশে (UP Election 2022)। দু’দফায় ভোট মণিপুরে। বাকি তিন রাজ্যে ভোট একদিনে। উত্তরপ্রদেশে প্রথম পাঁচ দফার ভোট হবে ১০, ১৪, ২০, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি। ৩ ও ৭ মার্চ হবে শেষ দুই দফা। উত্তরপ্রদেশে মোট ৪০৩টি আসনে নির্বাচন হবে।
২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ ভোট হবে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। আর ১৪ ফেব্রুয়ারি একদিনে ভোট পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায়। ফল ১০ মার্চ বৃহস্পতিবার।
আরও দেখুন: বিজেপি বিধায়কের গালে কষিয়ে চড় বৃদ্ধের, ভাইরাল ভিডিয়ো নিয়ে আক্রমণ বিরোধীদেরও
উত্তরপ্রদেশ প্রত্যেক বিধানসভা কেন্দ্রে অন্তত একটি বুথে মজুত রাখা হবে মহিলা নিরাপত্তারক্ষী। করোনা আক্রান্তদের জন্য ব্যালট পেপারে ভোট দেওয়ার সুবিধা থাকবে। এক লক্ষের বেশি বুথে থাকবে ওয়েব কাস্টিং। নির্বাচনের খরচের মেয়াদও বাড়ানো হয়েছে।