তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক পদে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রথম পরীক্ষা ছিল ত্রিপুরার পুর নির্বাচন। একাধিক ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। আগামী বছর বিধানসভা নির্বাচন। জুনের শেষে ত্রিপুরায় চার কেন্দ্রে উপনির্বাচন যেন তৃণমূলের কাছে সেমিফাইনাল। এই প্রেক্ষাপটে ত্রিপুরার মাটিতে আরও ঘাসফুল ফোটাতে জনতাকে ভেবে চিন্তে ভোট দেওয়ার অনুরোধ করলেন অভিষেক।
সোমবার সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। চোখরাঙানি সত্ত্বেও তৃণমূল সেটা বারবার প্রমাণ করেছে। সবাই ঐক্যবদ্ধ ভাবে তৃণমূলের হাত শক্ত করুন। দয়া করে বিরোধী ভোট ভাগ করবেন না। অন্য দিকে ভোট দিলে আখেরে বিজেপির লাভ হবে। তৃণমূলের লড়াই শুধুমাত্র বিজেপির সঙ্গে। অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে নয়। স্বৈরাচারী শক্তিকে রুখতে হলে মেরুদণ্ড সোজা রেখে নিজের ভোট দিন।"
আরও পড়ুন: অগ্নিপথ ললিপপ, বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প : মুখ্যমন্ত্রী
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ফের একবার দেশের কাছে বিজেপির বিরুদ্ধে একমাত্র বিরোধী তৃণমূল, সেই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ জুন ত্রিপুরার চার কেন্দ্র উপনির্বাচন। চারটি আসনে তিনটি বিজেপির দখলে ছিল, একটি ছিল বামেদের দখলে। ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাত করার বার্তাও দেন অভিষেক। তিনি বলেন, "ত্রিপুরায় যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার না হচ্ছে, ততদিন মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল।"