২৩ জুন ত্রিপুরার উপনির্বাচন। মঙ্গলবার আগরতলায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপির পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআইকেও (CBI) বিঁধলেন অভিষেক। কালীঘাটে এদিনই প্রথম রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জেরা করতে আসেন সিবিআই আধিকারিকরা। সেই সময়ই কেন্দ্রীয় সংস্থাকে আক্রমণ করলেন অভিষেক।
এদিন আগরতলার জিবি হাসপাতালের সামনে জনসভা করেন অভিষেক। এদিন ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করেন। বিপ্লব রায়কে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো নিয়েও কটাক্ষ করেন অভিষেক। জানান, "২০১৮ থেকে ২০২১ পর্যন্ত মুখ্যমন্ত্রী পালটাওনি। এখন কী এমন দরকার পড়ল। তৃণমূল কংগ্রেস অন্য দল। ধমকে চমকে লাভ নেই। আমি এখানে আসব, সিবিআই আমার স্ত্রীকে চিঠি পাঠিয়েছে। আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। করো। যাতে আমি এখানে না আসতে পারি।"
আরও পড়ুন: ব্যাঙ্কশাল কোর্টে জোড়া মামলার শুনানি, জামিন পেলেন না রোদ্দুর রায়
এদিন বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকেও আক্রমণ করেন অভিষেক। তিনি জানান, "যতই ধমকাও, চমকাও, এক বার ত্রিপুরায় যখন ঢুকে পড়েছি, তোমাকে রাজ্য ছাড়া না করে বসব না। ত্রিপুরায় পরিবর্তন হবেই। এটা ত্রিপুরাবাসী বনাম বিজেপির লড়াই।"