Al Qaeda on Hijab Row: কর্নাটকের হিজাব বিতর্কে সরব আলকায়দা প্রধান, মুসকানের প্রশংসায় কবিতা জাওয়াহিরির

Updated : Apr 06, 2022 19:52
|
Editorji News Desk

ভারতের হিজাব বিতর্কে (Hijab Controversy) এবার সরাসরি মন্তব্য আল কায়দার।  কর্নাটকের ছাত্রী মুসকান খানের (Muskan Khan) প্রশংসায় আল কায়দা জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরি (Al Qaeda Al Zawahiri)। একটি ভিডিওতে মুসকানকে নিয়ে বলতে গিয়ে জানায়, তাকে নিয়ে কবিতাও লিখেছে জাওয়াহিরি।

ওসামা বিন লাদেনের পর আল কায়দার দায়িত্ব পায় জাওয়াহিরি। গুজব ছিল, আর হয়তো বেঁচে নেই এই জঙ্গিনেতা। কিন্তু সব সন্দেহ উড়িয়ে প্রকাশ্যে এল তার ভিডিও। সন্ত্রাসবাদী বিরোধী সংগঠন SITE তার ভিডিওর সত্যতা যাচাই করে। তাদের মতে, মুসকান সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে জাওয়াহিরি। ভিডিওটির পোস্টারে দেখা গিয়েছে, মুসকানকে 'ভারতের মহিয়সী' বলে উল্লেখ করা হয়েছে। মুসকানের সাহস নিয়ে প্রশংসার পাশাপাশি জাওয়াহিরি জানান, সোশ্যাল মিডিয়া থেকেই মুসকানের কথা জানতে পেরেছেন তিনি।ভারতীয় মুসলিমদের প্রতি অত্যাচারের অভিযোগ তুলে মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

আল কায়দার 'আস-সাহাব মিডিয়া' ভিডিওটি প্রকাশ করেছে। জাওয়াহিরি সাফ জানিয়েছে, আত্মগোপন করে থাকলেও ভারতের সব ঘটনার দিকে তার নজর আছে। পাশাপাশি ইজিপ্ট ও মরক্কোর হিজাব নীতিরও সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে। উন্মত্ত হিন্দুত্ববাদীদের 'জয় শ্রীরাম' ধ্বনির পালটা স্লোগান 'আল্লাহু আকবর'। কর্নাটকের একটি কলেজে এক বোরখা পরিহিত ছাত্রীর স্লোগান শিরোনামে আসে। জানা যায়, ওই কলেজ পড়ুয়ার নাম মুসকান খান। নেটমাধ্যমে কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয় তার ওই ভিডিও। 

আরও পড়ুন: ভারতেও করোনার XE প্রজাতির হদিশ, আক্রান্ত মুম্বইয়ের এক রোগী

গত ফেব্রুয়ারি মাসে হিজাব নীতি নিয়ে বিতর্ক তৈরি হয় কর্নাটকে। কর্নাটকের বিভিন্ন কলেজে হিজাব পরা বাধ্যতামূলক নয়, এই দাবি করে মামলাও হয় আদালতে। এই নিয়ে আদালতের রায়, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক নয়। গত ডিসেম্বর মাসে উদুপি জেলা থেকেই প্রথম হিজাব বিতর্কের সূত্রপাত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর অন্য প্রতিষ্ঠানগুলিও একই পথে হাঁটে। বিতর্কের আঁচ বাড়তে থাকে দেশজুড়ে। 

Karnataka Hijab RowMuskan Khanal-ZawahirikarnatakaAl Qaeda

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর