আগামী লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই রাম মন্দির (Ram Temple)। ত্রিপুরা সফরে গিয়ে জানিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। ২০২৪ সালে ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার (Ayodha) রামমন্দির।
বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির জন বিশ্বাস যাত্রার উদ্বোধন করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রামমন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার দিনক্ষণ ঘোষণা করেন অমিত শাহ। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, "রাহুল বাবা শুনি। আমি রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করছি। অযোধ্যার রামমন্দির ২০২৪ সালের ১ জানুয়ারিতেই তৈরি হয় যাবে।"
আরও পড়ুন: পলেস্তরা খসা মুরলীধরের পার্টি অফিস নয়, ঝাঁ চকচকে সেক্টর ফাইভই পাকাপাকি আস্তানা রাজ্য বিজেপির
এদিন কংগ্রেসকে চেনা ভাষাতেই আক্রমণ করেন অমিত শাহ। রাম মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন অমিত শাহ।