বিজেপি (BJP) খুব তাড়াতাড়ি বাংলা দখল করবে। তেলাঙ্গানায় দলের কর্মসমিতির বৈঠকে রবিবার এমনটাই দাবি করলেন অমিত শাহ (Amit Shah)। বাংলার সঙ্গে আরও চার রাজ্যে ক্ষমতা দখল করা হবে বলে তাঁর দাবি। সেই তালিকায় রয়েছে, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও কেরল। যদিও এর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বিজেপির কর্মসমিতির বৈঠকে রাজনৈতিক প্রস্তাবে এদিন অমিত শাহ পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেন কংগ্রেসকে। তিনি বলেন, "কংগ্রেস পারিবারিক দল হয়ে গেছে। পরিবারের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার ভয়ে সভাপতি নির্বাচনই করছে না।" এই প্রসঙ্গেই তেলাঙ্গানা ও পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তোলেন তিনি। অমিত শাহের দাবি, এই দুই রাজ্যে পারিবারিক শাসনকে হারাবে বিজেপি।
আরও পড়ুন: পটনায় উচ্ছেদ অভিযান ঘিরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, জখম পুলিশ সুপার সহ একাধিক
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ অমিত শাহর এই বক্তব্যের প্রেক্ষিতে পালটা বলেন, "২০২০-২০২১ সালে বাংলার নিত্যযাত্রী হয়ে যাওয়ার সময়েও (অমিত শাহ) এসব বলেছিলেন। পরিবারতন্ত্রের কথা বিজেপির মুখে মানায় না।"