আম আদমি পার্টি ও বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি (AAP-BJP Clash)। স্থগিত হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। অঙ্কের হিসেবে দিল্লিতে মেয়র পদে (Delhi Mayor Election) জয়ের কথা আপ কাউন্সিলরের।
দিল্লির পুর-আইন বলছে, মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে দলত্যাগ বিরোধী আইন কার্যকর নয়। সেই অঙ্কে ভর করেই কাউন্সিলর সংখ্যার হিসেবে পিছিয়ে থেকেও মেয়র ভোটে প্রার্থী দেয় বিজেপি। শুক্রবার ফল বেরোনোর পর তাই নিয়েই গণ্ডগোল বাধে।
আরও পড়ুন: মাঝ আকাশে প্রস্রাব কাণ্ড, বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশিকা ডিজিসিএ-র
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মনোনীত স্পিকার সত্য শর্মার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ভোটের আগে মনোনীত পুর সদস্যদের নাম শপথগ্রহণ করাতে যান। তখনই বাধা দেন আপ সদস্যরা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেন। তিনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই কাজ করেছেন বলে অভিযোগ তোলে আপ।