"যখনই আমার ওপর হামলা হয়েছে, তখনই বুঝতে পেরেছি বিজেপি হারছে।" উত্তরপ্রদেশে গিয়ে বিজেপিকে (BJP) আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) প্রচার সভায় যোগ দেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যখন ঘাটে যাচ্ছিলাম, এয়ারপোর্ট থেকে আসছিলাম, আমি দেখলাম বিজেপির কিছু কর্মী যাদের মাথায় কোনও বুদ্ধি নেই, ভাঙচুর করা ছাড়া। ওরা আমার গাড়ি আটকে দিল। আমার গাড়িতে ধাক্কা মেরেছে। আমাকে বলেছে ফেরৎ যান। তখন আমি বুঝতে পারলাম, ওরা হারতে চলেছে। ওদের হার হবেই।" এদিন সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "আমি বুঝতে পারলাম, বার্তা একদম স্পষ্ট, বিজেপি হারছে। নইলে আমার সঙ্গে কেন এমন করবে। আমাকে দেখে এত ভয়, তখন বারবার আসব। খেলা হবে।"
আরও পড়ুন: বারাণসীতে মমতাকে কালো পতাকা-জয় শ্রীরাম স্লোগান! আজ রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি
বুধবার বিমানবন্দর থেকে বারাণসীর ঘাটে যাওয়ার পথেই বিজেপির (BJP) তরফে বিক্ষোভ দেখানো হয়। ওঠে জয় শ্রীরাম স্লোগানও। পাল্টা জয় হিন্দ স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গাড়ি থেকে নেমেও তিনি বিক্ষোভের মুখে পড়েন। পাল্টা জয় হিন্দ স্লোগান দিতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী সঙ্গে থাকা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কর্মীরা পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানও দেন।